একটি অসম্মানের ইতিবৃত্ত
শেখ মুজিবের শাসনামলের ভয়াবহতার এক বিশাল শিল্পরূপ। লেখক: নেয়ামত ইমাম
বাংলা ভাষায় প্রথম প্রকাশ
একটি অসম্মানের ইতিবৃত্ত উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ইংরেজি ভাষায়, The Black Coat শিরোনামে (ভারত ২০১৩, যুক্তরাজ্য ২০১৫, এবং কানাডা ২০১৬)। কানাডায় উপন্যাসটি ২০১৬ সালে ‘কুইল এন্ড কয়ার বুক অব দি ইয়ার’ এবং ‘সিবিসি বেস্ট কানাডিয়ান ডেবু নভেল অব দি ইয়ার’ হবার গৌরব অর্জন করে। বাংলা ভাষাভাষী পাঠকের জন্য লেখকের নিজস্ব রচনায় এই প্রথম বাংলাদেশে প্রকাশিত হচ্ছে উপন্যাসটি।
লেখকের কথা:
যে বই শেখ মুজিবকে হত্যা করে।
রেডিও কানাডা
পেঙ্গুইনের হ্যামিশ হ্যমিল্টন ইমপ্রিন্ট থেকে প্রকাশিত হবার পর The Black Coat উপন্যাসটি আমি বাংলায় লিখতে শুরু করি। ইংরেজিতে সাহিত্যচর্চা করবার আগে আমি বাংলায় লিখেছি প্রায় বিশ বছর। দীর্ঘ সময় ধরে বিদেশে বসবাস করলেও বাংলাদেশেই পড়ে থাকে আমার মন। কারণ আমি বাংলাদেশি। আমার বই যদি বাংলাদেশের মানুষের কাজে না লাগলো, তবে এর উদ্দেশ্য ব্যর্থ – এই মনে করে প্রায় দেড় বছর আমি বাংলা পান্ডুলিপিটির ওপর কাজ করি। তারপর কেটে যায় আরো দশ বছর। এই সময়ে বাংলাদেশের কোনো প্রকাশক – নেতৃস্থানীয় থেকে নতুন – বইটি প্রকাশ করতে আগ্রহী হননি। স্বাধীন উদ্যোক্তা বা সংগঠন – যাদের অনেককে ব্যক্তিগতভাবে চিনতাম – তারাও একই অপারগতার কথা জানিয়ে দেন। যাদের লেখা পড়ে লেখক হয়েছি, তাদের কেউ কেউ ব্যক্তিগতভাবে বলেন এ বই এখন প্রকাশ করা যাবে না। এমনকি সুদূর লন্ডনের বাংলাদেশি সমাজ থেকে দু’বছরের ব্যবধানে উঠে আসা দুটি পরিকল্পনাও ধীরে ধীরে গতি হারিয়ে ফেলে। প্রকাশের আগেই, রাষ্ট্রের হস্তক্ষেপের আগেই একটি বই নিষিদ্ধ হয়ে যেতে পারে – এমনই একটি ত্রাসের রাজত্বে আমরা বসবাস করেছি গত পনেরটি বছর। কি আছে এই উপন্যাসে? পড়ে দেখার আমন্ত্রণ রইলো।
একটি অসম্মানের ইতিবৃত্ত: কাহিনী সূত্র
কি আছে এই উপন্যাসে?
পাকিস্তানের বিরুদ্ধে একাত্তরের ভয়ঙ্কর যুদ্ধটি শেষ হলো বিজয়ের মধ্য দিয়ে। এবার সুখের পালা। কিন্তু দলে দলে ছুটছে মানুষ ঢাকার দিকে। তাদের খাবার চাই, মাথার ওপর এতটুকু চাল চাই। এই কষ্টক্লান্ত মানুষদের দুর্দশা নিয়ে প্রতিবেদন লিখে সাংবাদিকতার চাকরিটি হারায় খালেক বিশ্বাস। তার ওপর তার সঙ্গে রয়েছে নূর হোসেন। গ্রাম থেকে আসা এই ছেলেটির তেমন লেখাপড়া নেই, কাজের অভিজ্ঞতা নেই। তবে একটি বিষয় সে জানে খুব: গলা ছেড়ে শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ আবৃত্তি করা। প্রশিক্ষণের মাধ্যমে খালেক রাতারাতি নূরকে একজন মেকি শেখ মুজিবে রূপান্তরিত করে এবং দূর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের অনুগত বাঙালি জাতীয়তাবাদী গোষ্ঠির আবেগের ওপর ভর করে অর্থ উপার্জনের কাজে নামে। কিন্তু একজন অশিক্ষিত মানুষ হলেও ১৯৭৪ সালের দুর্ভিক্ষে সাধারণ জনগণের ভোগান্তি দেখে নূর হোসেন আর তার মেকি ভূমিকায় থাকতে পারে না, যে কারণে খালেক বিশ্বাসের সঙ্গে তার সম্পর্কটি পরিণামে রক্তাক্ত ও ধ্বংসাত্মক হয়ে ওঠে।
বিশ্বের গণমাধ্যমে উপন্যাসটি
নিবন্ধ-আলোচনা থেকে সংগৃহিত
ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়ে একটি উল্লেখযোগ্য অবদান। ইনডিপেন্ডেন্ট (যুক্তরাজ্য)
একটি ভয়াবহ সময়ের সৎ ও অনাড়ম্বর চিত্রায়ণ।
টরন্টো স্টার (কানাডা)
দক্ষিণ এশীয় রাজনীতি বা ইতিহাস নিয়ে যে কোনো বই লেখার কাজে The Black Coat সর্বোাচ্চ মানদন্ড হিসাবে পরিগণিত হবে।
সানডে গার্ডিয়ান (ভারত)
The Black Coat উপন্যাসে মানবাচরণের নিকৃষ্টতম দিকগুলোকে উন্মোচন করা হয়েছে।
এশিয়ান রিভিউ অব বুকস (চীন)
একটি অসম্মানের ইতিবৃত্ত
প্রথম পৃষ্ঠা: এভাবে উপন্যাসটি শুরু হয়
১৭ই মার্চ, বুধবার। আজ রাস্তায় নেমে এসেছে আমার হাজার দেশবাসী। তারা দলে দলে এগিয়ে যাচ্ছে শহরের কেন্দ্রীয় গণচত্বরের দিকে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ, শেখ মুজিবের রাজনৈতিক দল, তার জন্মদিন উপলক্ষে আয়োজন করেছে এক ঈর্ষণীয় নাগরিক সভার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার অনেক আগেই তাকে বাঙালি জাতির পিতা বলে ঘোষণা করেছে। আজ তারা সমগ্র শহরে মোতায়েন করেছে এক বিশাল নিরাপত্তা বাহিনী। এই বাহিনী অভিযান চালাচ্ছে যে কোনো গলিতে বা বাজারে, শিক্ষায়তনে বা অফিসকক্ষে, আবাসিক এলাকায় বা রাস্তার মোড়ে, দেখছে কেউ গোলাবারুদ সংগ্রহ করছে কি না। তাদের সঙ্গে হাত মিলিয়েছে আওয়ামী লীগের অসংখ্য নেতা ও কর্মী, যাদের হাতে লাঠি, কোমরে ছুরি, মুখে গালি। ভীষণ রাগান্বিত এই মানুষগুলো চুরমার করে দিচ্ছে নিরব ও শান্তিপ্রিয় জনগণের মেরুদন্ড। তাদের দাবি: আজ কোনো বাঙালি শেখ মুজিবের প্রতি আনুগত্য প্রদর্শন না করে এদেশে বসবাস করতে পারবে না।
বৃদ্ধ, ক্লান্ত, আমি বসে থাকি শহীদ মিনারের সিঁড়িতে। আমি দেখি কি বিচিত্র পোস্টার, ফেস্টুন আর ব্যানার পরেছে এই শহর আজ। আমি শুনি কেমন গভীর একটি প্রতিরোধের চিৎকার ধীরে ধীরে মাথা তুলছে চারদিকে, এবং তারপর তা মিছিলে পরিণত হবার আগে আগেই হারিয়ে যাচ্ছে আবার। এদেশে জীবন একটি খেলা, বেঁচে থাকা একটি খেলা। অধিকার আদায় ও প্রতিরোধের চিন্তা একটি ভীষণ খেলা, যা সবশেষে শূন্যতায় নেমে আসতে বাধ্য। ভাই, বন্ধু, সঙ্গী, আমাদের প্রিয় কৃষক ও কবি, সন্ন্যাসী, সবাই একদিন তাদের সুন্দর মন হারিয়ে মিশে যায় নিজ নিজ স্তব্ধতায়।
ধীরে ধীরে আমার মনে জেগে ওঠে একটি ভিন্ন সময়ের ছবি, যখন শব্দে কিছুটা অর্থ ছিল, সততা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যায়নি। আমি শুনি সহজাত মানবিক ও বুদ্ধিবৃত্তিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে কেউ একজন অফুরন্ত দ্রোহ ও প্রতিজ্ঞার সঙ্গে চিৎকার করে বলছে: প্রতারক! প্রতারক!
পঁয়ত্রিশ বছর পিছনে গিয়ে আমি সুস্পষ্টভাবে মনে করতে পারি তার চেহারা ও নাম। সে ছিল এক তরতাজা প্রাণ, আমার একান্ত নিকটজন। সবুজ গ্রামে জন্মগ্রহণকারী নিষ্কলুষ মনের এক বিশাল মানুষ।
Services
Interior Design
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Design & Build
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Procurement
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.
Contact Us
Have a project in mind? Get in touch.